রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: ABHISHAKE SINGHA | লেখক: HEMRAJ ALI ০৬ জানুয়ারী ২০২৪ ০৮ : ০৫
সন্দেশখালির পর বনগাঁতেও শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর আক্রমণের মুখে পড়তে হল ইডি কর্তাদের৷ শঙ্কর আঢ্য দীর্ঘ দিন ধরেই উত্তর চব্বিশ পরগণার সীমান্ত শহর বনগাঁর দাপুটে তৃণমূল নেতা ৷ ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পরই তদন্তে শঙ্কর আঢ্যর নামও উঠে এসেছিল৷